Logo
HEL [tta_listen_btn]

কল্যান ফান্ডের নামে চাঁদা আদায়, প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে পরিবহন শ্রমিকরা

কল্যান ফান্ডের নামে চাঁদা আদায়,প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে পরিবহন শ্রমিকরা

নিজস্ব সংবাদদাতা
ভয়াবহ প্রাণঘাতি করোনা ভাইরাসের এই সংকটময় মুহুর্তের মধ্যেও থেমে নেই চাঁদাবাজদের চাঁদাবাজী। যারা এই চাঁদাবাজদের শিকার তারা হচ্ছে নিরিহ পরিবহন শ্রমিক। নারায়ণগঞ্জের পরিবহন সেক্টরের শ্রমিকগণ প্রতিনিয়ত চাঁদাবাজদের অত্যাচারে জর্জরিত হচ্ছে কিন্তু কেউ যেন নেই এসকল শ্রমিকদের পক্ষে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসটার্মিনাল ঘুরে এমনি চিত্র দেখা গেল। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু পরিবহন শ্রমিক জানায়, কেন্দ্রীয় বাসটার্মিনালে প্রতিদিন ২ শিফটে প্রায় সাড়ে আটশ শ্রমিক কাজ করে। প্রতিদিন সকালে তারা তাদের বেতন নিয়ে
যায়। ঐসময় রেজিঃ নং- ৪৯৪ নামের একটি অবৈধ সংগঠন তাদের কাছ থেকে কল্যান ফান্ডের নামে প্রতিজন শ্রমিকের কাছ থেকে ২০ টাকা করে কেটে রাখে। অথচ করোনার এই সংকটে কোন পরিবহন মালিক বা মালিক সমিতির পক্ষ থেকে তাদেরকে কোনরুপ সহযোগীতা করা হয়নি। তারা জানায়, রেজিঃ নং- ৪৯৪ নামের এই সংগঠনটির সকল কার্যকলাপ অবৈধ কারন এর পূর্বে তাদের কর্মকান্ডের বিরুদ্ধে হাই কোর্টে একটি মামলা হয় এবং সেই মামলার রায়ে বলা হয় এই কমিটির সকল কার্যক্রম নারায়ণগঞ্জে অবৈধ। কিন্তু কোর্টের রায়কে উপেক্ষা করে একটি
কুচক্রী মহল অবৈধভাবে পেশী শক্তি দ্বারা নারায়ণগঞ্জে এই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কমিটিতে রয়েছে, জিলানী, জামান, ইরফান, গিয়াসউদ্দিন সহ আরো অনেকেই। যারা প্রতিদিন একজন শ্রমিকের কাছ থেকে ২০ টাকা হারে বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এসময় শ্রমিকরা জানায়, পরিবহন শ্রমিকরা প্রতিনিয়িত বঞ্চিত হচ্ছে। তাই পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সংসদ সদস্যদের সুদৃষ্টি কামনা করেছেন পরিবহন শ্রমিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com