ঢাকা অফিস: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এমন সংবাদের সরাসরি নাকচ করে দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই ধরনের সংবাদ যারা পরিবেশন করছেন তাদেরকে ইয়োলো জার্নালিজম করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। এর মধ্যে তাঁর রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি দলের মহাসচিব হিসেবে আমি জানি না। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, যেহেতু ম্যাডাম দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী একারণে তার বিষয়ে মানুষের আগ্রহ থাকারই বিষয়। আমরা তার সঙ্গে সাক্ষাৎতের পর অনেকে ভাবছেন তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। আর আমার জানা মতে উনার বিদেশে যাওয়া ছাড়া আর কোনো বিষয়ে নিষেধ নেই। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে এসব জল্পনা কল্পনা করে লাভ নেই।
মির্জা ফখরুল বলেন, আমরা আসার পরে উনার সঙ্গে দেখা করেছেন দুই-তিনজন। এরমধ্যে রয়েছেন শিমুল বিশ্বাস যিনি তাঁর ব্যক্তিগত সহকারি ছিলেন। তাঁর বিভিন্ন মামলা মোকদ্দমা শিমুল বিশ্বাস দেখতেন। এ কারণেই তিনি দেখা করেছেন একেবারেই ব্যক্তিগত এবং প্রাইভেট আলোচনা। এছাড়া নাগরিক ঐক্যের মান্না সাহেব তিনি দেখা করেছেন এটা সম্পূর্ণ মান্না সাহেবের ব্যক্তিগত আগ্রহ ছিল। যেহেতু তিনি বগুড়া থেকে ইলেকশন করেছিলেন সেজন্যই সৌজন্য সাক্ষাত করেছেন। তিনি আমাকে একেবারেই খোলাখুলি বলেছেন কোন রাজনৈতিক আলোচনা হয়নি
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।