সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় এক পুলিশের মৃর্ত্যু, আহত-৩
সোলায়মান হাসান: সোনারগাঁয়ে তালতলা বাজার পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ সদস্য আব্দুল হান্নান (৫৮) সড়ক দূর্ঘটনায় মারা গেছে। আহত হয়েছে এ এস আই মো. মিজানুর রহমান (৪৮), পুলিশ সদস্য মো. হুমায়ন (৪৬) ও পুলিশের ডিউটিতে ব্যবহ্নত সি এন জি চালক মো. অলি (৩৫)। গত বুধবার ইং ৩ জুন ২০২০ তারিখ গভীর রাতে সোনারগাঁয়ের তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অত্র পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো এলাকায় মাইক-৭ রাত্রিকালীন ডিউটি করার সময় ঘটে এ ঘটনা। পুলিশ সূত্রে জানাগেছে, অত্র তালতলা বাজার পুলিশ কেন্দ্রের পুলিশ একটি সিএনজি (নং-নারায়ণগঞ্জ-থ ১১-১২৩৭) নিয়ে সিংলাবো এলাকায় মাইক-৭ তল্লাশী ডিউটি করার সময় গাউছিয়াগামী অজ্ঞাত একটি পরিবহন ডিউটিরত পুলিশের সিএনজিতে পিছন দিকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে গেছে। এতে পুলিশ সদস্য আব্দুল হান্নান ঘটনাস্থলে মারা যান এবং গুরুতর আহত হয়েছেন এএসআই মো. মিজানুর রহমান, পুলিশ সদস্য মো. হুমায়ন ও সিএনজি চালক মো. অলি। আহতদের মদনপুরস্থ বারাকাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত পুলিশ সদস্যের মরদেহ সোনারগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে