আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে গাড়ী চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এরা হলো কিশোরগঞ্জ জেলার তারাইল থানাধীন চাছাইন এলাকার নজরুলের ছেলে সোহেল (২৫) ও একই জেলা ও থানাধীন বিয়ারকোনা এলাকার আজিজুলের ছেলে রাব্বী (২০)। শনিবার সকালে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার পুরিন্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি অটো গাড়ী উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটকৃতরা বিভিন্ন ধরনের গাড়ী চোর চক্রের সদস্য। তাদের কাছ থেকে ব্যাটারি চালিত একটি অটো গাড়ী উদ্ধার করা হয়েছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।