Logo
HEL [tta_listen_btn]

করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু

 

করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার বারদী মোগরাপাড়া এ দুটি ইউনিয়নে ওই ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের তিনজনের মধ্যে দুই জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু রিপোর্ট এখনও আসেনি। বাকি অপরজনের করোনার নমুনা পরীক্ষা করা হয়নি। এলাকাবাসী জানান, উপজেলা বারদী ইউনিয়নে দৈলেরদী গ্রামের মৃত আসন আলীর ছেলে মুকবুল হোসেন (৪০) গত কয়েকদিন ধরে ঠান্ডা, জ্বর ও কাশিতে ভুগছিলেন। সে জন্য তিনি করোনার নমুনা পরীক্ষা করেন। কিন্তু
রিপোর্ট এখনো আসেনি। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান।এদিকে বারদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় আলমদী গ্রামের মৃত মাহাব্বত আলীর ছেলে আবুল বাশার (৬৫) জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তিনিও শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মৃত্যু বরণ
করেন। তবে তার করোনার নমুনা পরীক্ষা করা হয়নি। অপরদিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিষ গ্রামে করোনার উপসর্গ নিয়ে আবেদুন নেছার (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার রাতে তিনি বাড়ী চিনিষ গ্রামে তার নিজ বাড়িতে মারা যান। পরে এলাকাবাসীর সহায়তা লাশ দাফন সম্পন্ন করেন। এর আগে বড় মেয়ে নারগিস আক্তার গত ১৬ মে করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর পর তার নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়। নারগিছের মৃত্যুর পর তার মা আবেদুন নেছার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। সেখানে তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর গত
কয়েকদিন যাবত তার করোনার উপসর্গ দেখা দিলে গত ২ দিন আগে ফের তার করোনার নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে দিয়ে আসেন। রিপোর্ট না আসতেই সোমবার রাতে তিনি মারা যান। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা বলেন, তিনজনের মধ্যে দুজনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের রিপোর্ট হাতে আসলে করোনার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com