Logo

ডোমারে আশ্রয়ণ প্রকল্প না করার দাবীতে মানববন্ধন

ডোমারে আশ্রয়ণ প্রকল্প না করার দাবীতে মানববন্ধন

মোশফিকুর ইসলাম, নীলফামারী জেলা সংবাদাতা: নীলফামারীর ডোমারে আশ্রয়ণ প্রকল্প না করার দাবীতে মানবন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে পাঙ্গামটকপুর ইউনিয়নের ভাটিয়াপাড়া এলাকায় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন তারা। এতে তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। সম্প্রতি আশ্রয়ণ প্রকল্প করার সিদ্ধান্ত হওয়ায় সেখানে এটি না করে সুবিধাভোগীদের নামে জমি বরাদ্দ দেয়ার আহবান জানান মানব বন্ধনকারীরা। জহিরুল ইসলাম বলেন, প্রজন্মের পর প্রজন্ম এই জমিতে বসবাস করে আসছেন দেশ স্বাধীন হওয়ার আগে থেকে। তৎকালীন সময়ে জমি কিনে নিয়ে বসবাস করা শুরু করেন তারা। পরবর্তীতে জানতে পারেন, এই জমিগুলো খাস খতিয়ান ভুক্ত। একই এলাকায় নতুন একটি আশ্রয়ণ প্রকল্প থাকলেও সেখানে থাকার লোক পাওয়া যাচ্ছে না, আবার নতুন করে আরেকটি আশ্রয়ণ করা হলে বাসিন্দারা চরম ক্ষতির মুখে পড়বেন। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, ভূমি মন্ত্রণালয়ে বিষয়টি আমরা অবগত করেছি। সেখান থেকে যা নির্দেশনা আসবে, আমরা তা বাস্তবায়ন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com