ঢাকা অফিস: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পরিবেশ সংরক্ষণে আরো যত্নবান হলে রোগ-বালাই-ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেয়া সহজ হতো।
শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকায় তার সরকারি বাসভবনে গাছের চারা রোপণকালে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির এসময়ে প্রকৃতি ও পরিবেশের স্বচ্ছন্দ বিকাশ ও বন্যপ্রাণীর নির্ভয় বিচরণ আমাদের দেখিয়ে দিচ্ছে, স্বাভাবিক অবস্থায় আমরা পরিবেশের প্রতি কতোটা নির্দয় আচরণ করি। চলমান মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির দেশব্যাপী ১০০ প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেবার কথাও এসময় জানান ড. হাছান মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।