Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে চাদাঁবাজির অভিযোগে পাটমন্ত্রীর ছেলের পিএস পরিচয়দানকারী হীরা সহ গ্রেপ্তার-৫

রূপগঞ্জে চাদাঁবাজির অভিযোগে পাটমন্ত্রীর ছেলের পিএস পরিচয়দানকারী হীরা সহ গ্রেপ্তার-৫

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশ্বাস সিরামিকস এন্ড ব্রিকস লিমিটেড নামক একটি কারখানায় ২৬ লাখ টাকা চাদাঁদাবীর অভিযোগে পাট মন্ত্রীর ছেলের একান্ত সহকারী (পিএস) কামরুজ্জামান হীরাসহ ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি। দায়েরকৃত মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, কিছুদিন ধরে উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় অবস্থিত বিশ্বাস সিরামিকস এন্ড ব্রিকস লিমিটেড এর এডমিন সাব্বির আহমেদের কাছে পাটমন্ত্রীর ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার
একান্ত সহকারী (পিএস) পরিচয়দানকারী কামরুজ্জামান হীরাসহ তার সহযোগীরা ২৬লাখ টাকা চাদাঁ দাবী করে আসছিল। অন্যথায় কারখানার
উৎপাদন চালু রাখলে জীবনে মেরে ফেলবে বলে হত্যা হুমকি প্রদান করে তারা। এদিকে দাবীকৃত চাদার টাকা না দিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উক্ত কারখানার গেইটে ড্রাইভার তুহিন মিয়া উৎপাদিত মালামাল নিয়ে গোলাপগঞ্জে যাওয়া জন্য ট্রাকে মালামাল লোড করার সময় কামরুজ্জামান হীরাসহ তার ১৬/১৭জন সহযোগী দেশীয় অস্ত্রসহ নিয়ে বাধা প্রদান করে। এসময় কারখানার এডমিন সাব্বির আহমেদ এগিয়ে আসলে তাকে ভয়ভীতি প্রদান করে তারা। এমনকি তাদের দাবীকৃত চাদাঁর টাকা না দিলে কারখানার উৎপাদন বন্ধ ও উৎপাদিত মালামাল বাহিরে পাঠাতে নিষেধ করে। অন্যথায় জীবনে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। এঘটনা বিশ্বাস সিরামিকস এন্ড ব্রিকস লিমিটেড এর এডমিন সাব্বির
আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় কামরুজ্জামান হীরাসহ নামীয় ৭ জন ও আরো অজ্ঞাতনামা ১০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় চাদাঁবাজির
অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ বিকেল ৩টার দিকে গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান হীরা,
মহিউদ্দিন, তাপস দাস, সাজ্জাদ হোসেন ও রনি ভূইয়া নামে এজাহারভুক্ত ৫ আসামীকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com