মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা: টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ শরীফ (২৬) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। রবিবার (৭জুন) ভোরে টেকনাফ উপজেলার নয়াপাড়ার জাদিমোরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড়ে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, নিহত মোহাম্মদ শরীফ টেকনাফ নয়াপাড়া রেজিঃ ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ডাকাত জকির গ্রুপের সদস্য ও শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মোঃ সালামের ছেলে। টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার পুলিশের একটিদল টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের ক্যাম্প ২৬’ শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি-৩ ও ব্লক ডি-৪ এর মাঝে পাহাড়ের পাদদেশে অস্ত্রসস্ত্র সহ অবস্থানরত রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সদস্যদের কেন্দ্রস্থলে অভিযানে গেলে সশস্ত্র রোহিঙ্গা ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে।পুলিশও নিজেদের আত্বরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করলে রোহিঙ্গা ডাকাতরা পালিয়ে যায়। এক পর্যায়ে গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ সহ ২ টি দেশীয় তৈরি (এলজি) আগ্নেয়স্ত্র,৭ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড তাজা কার্তুজের খোসা উদ্ধার করা হয়। আহত হয় পুলিশের দুই সদস্য এএসআই আজিজ ও আমির হোসেন। পরে আহত পুলিশের দুই সদস্য ও উদ্ধারকৃত গুলিবিদ্ধ সন্ত্রাসীকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ সন্ত্রাসীকে আরো উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।