নিজস্ব সংবাদদাতা : সামনে পেছনে গাড়ি দিয়ে ব্যারিকেড দিয়ে প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাত চক্রের ৬ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার
করেছে র্যাব। রোববার (৭ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের চাষাঢ়া আর্মি মার্কেটের সামনে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার ৬ ডাকাতের কাছ থেকে ২ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ৩টি রাম দা এবং ২টি চাপাতি উদ্ধার করা হয়। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস। গ্রেপ্তারকৃতরা হলো, জেলার আড়াইহাজার উপজেলার মোঃ ওমর ফারুক (২৫), মোঃ ফয়সাল (২০), মোঃ সিব্বির আহম্মেদ (২৪), মোঃ সালাহ উদ্দিন (২৩), সোনারগাঁয়ের মোঃ ইমরান ভূঁইয়া ইমু (৩১) এবং নরসিংদী জেলার মাধবদীর মোঃ সবুজ (১৯)। রোববার বিকেলে র্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক হতে ব্যবসায়ীগণ নগদ টাকা উত্তোলন করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে যাওয়ার সময় এই সংঘবদ্ধ ডাকাত চক্র দীর্ঘদিন ধরে মাইক্রোবাস যোগে সশশ্র অবস্হায় নির্জন স্থানে ব্যারিকেড দিয়ে ডাকাতি করতো। এই ডাকাত দলের সদস্যরা প্রধানত নারায়ণগঞ্জের বড় বড় ব্যবসায়ীদের টার্গেট করে থাকে। যে ব্যবসায়ীরা ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করে তারাই মূলত এই ডাকাত চক্রের প্রধান টার্গেট। ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর থেকেই এই ডাকাত দল মাইক্রোবাস যোগে টাকাসহ ব্যবসায়ীকে অনুসরণ করতে থাকে। নির্জন স্থানে পৌঁছানো মাত্র মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা টাকা লুটে নিতো। সম্প্রতি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল বলে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা ডাকাতি করতে গিয়ে জনসাধারণকে গুলি করা থেকে শুরু করে মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুর করে থাকে। দীর্ঘদিন দিন ধরে তারা ঢাকা- নারায়ণগঞ্জ মহাসড়কসহ দেশের বিভিন্ন এলাকায় তাদের সহযোগীদের নিয়ে ডাকাতি করে। প্রায় ২ মাস যাবৎ গোয়েন্দা নজরদারীর মাধ্যমে
এই ডাকাত দলকে সনাক্ত করে র্যাব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।