নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় কুতুবপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল খালেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে ইউনিয়ন পরিষদ। শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে ইউনিয়নের নন্দলালপুর বটতলা এলাকায়
এ ঘটনা ঘটে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, আব্দুল খালেকের শরীরে করোনা ধরা পর পরিবারের পক্ষ থেকে গোপন রাখা হয়। ইউনিয়ন পরিষদ ব্যাপারটি থেকে জানার পরপরই ভাড়িটিকে লকডাউন ঘোষণা করেছে। এদিকে, আব্দুল খালেকের ছেলে শুভ জানান, বাড়ি লকডাউন করার পর ৬ জুন দিবারাত ১১ টার দিকে শ্বাসকষ্ট ও কাশি বেড়ে যায়। এরপর আব্দুল খালেক মারা যান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।