Logo

বন্দরের বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন

বন্দরের বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন

বন্দর সংবাদদাতা:
বন্দর উজেলার বিভিন্ন হাট বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পলিথিন। ব্যবহারকারীরা সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন যেখানে যেখানে ফেলে দিয়ে নানা সম্যসা সৃষ্টিসহ জনস্বাস্থ্য হুমকির দিকে ঠেলে দিচ্ছে। সরজমিনে ঘুরে দেখা গেছে, বন্দরে বিশেষ করে সোনাকান্দা হাটে নিষিদ্ধ পলিথিন বিক্রি ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে সরকার নিষিদ্ধ পলিথিন দেদারসে বিক্রি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে। খুচরা ব্যবসায়ীরা হাট থেকে পলিথিন ক্রয় করে বিভিন্ন পাড়া মহল্লার দোকান গুলোতে পলিথিনের মাধ্যমে বিভিন্ন সদাই বিক্রি করে আসছে। ক্রেতা সাধারনরা এই পলিথিন যেখানে সেখানে ফেলে দিয়ে পরিবেশ মারাত্মক ভাবে ক্ষতিসাধন করছে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবের কারণে দিন দিন নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বহু অংশে বৃদ্ধি পেয়েছে। পলিথিন ব্যবহার বন্ধের জন্য বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযান হস্তক্ষেপ কামনা করেছে পরিবেশবাদীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com