নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের তিনটি এলাকাকে রেড জোন বা করোনা ভাইরাসের জন্য অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় লকডাউন করা হয়েছে। এ লকডাউন নিশ্চিতকল্পে শহরের আমলাপাড়া, জামতলা ও রূপায়ণ সিটিতে ২৪ঘন্টা নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৫০জন সদস্য নিয়োজিত থাকবেন। এলাকাভিত্তিক লকডাউন কে মনিটরিং করবে এবং কিভাবে করবে তা প্রতিবেদককে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, লকডাউন কার্যকর করা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। জেলা প্রশাসক, সিভিল সার্জন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে স্থানীয় জনপ্রতিনিধির সম্বনয়ের মাধ্যমে লকডাউন নিশ্চিত করা হবে। রোববার (৭/৬/২০২০) সকাল থেকে যে তিনটি এলাকা লকডাউন করা হয়েছে সেখানে প্রায় ৫০জন আইনশৃঙ্খলা বাহিনী ২৪ঘন্টা নিয়োজিত রয়েছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।