বগুড়া থেকে এনামুল হক রাঙ্গা : বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আব্দুস সোবহান (৫০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। আব্দুস সোবহানের বাড়ি জেলার সোনাতলা উপজেলার কালাইহাটা গ্রামে। এ নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই নারীসহ ৮জনের মৃত্যু হলো। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, মৃত ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসলে গত ২৩ মে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। ডা. শফিক আমিন কাজল বলেন, ‘তিনি মোটামুটি ভালোই ছিলেন। সোমবার সকাল থেকে হঠাৎ করে তার শ্বাস কষ্ট বেড়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।’ তিনি আরও বলেন, ‘মৃতদেহটি জীবাণুমুক্ত করে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের সহায়তায় হাসপাতাল চত্বরে জানাজার পর গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।’
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।