সংবাদ বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। শোকবার্তায় এটিএম কামাল বলেন, আহসান উল্লাহ হাসান ছিলেন নিবেদিত প্রাণ, জাতীয়তাবাদের আদর্শের সৈনিক। জনপ্রতিনিধি হিসেবে ছিলেন সবার কাছে সমান জনপ্রিয় ও গ্রহণযোগ্য। এটিএম কামাল আরো বলেন, আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে জাতীয়তাবাদী দল বিএনপি একজন একনিষ্ঠ কর্মী হারাল। তাঁর এ অভাব কখনো পূরণ হওয়ার নয়। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য আহসান উল্লাহ হাসান করোনায় আক্রান্ত হয়ে রোববার(৭/৬/২০২০) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। এর আগে রোববার দুপুর দেড়টার দিকে তাঁকে সেখানে ভর্তি করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।