সংবাদ বিজ্ঞপ্তি
বেআইনীভাবে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুর্নবহালের দাবিতে শোভন সিল্ক এন্ড নিটিং মিলস শ্রমিক সংগ্রাম কমিটির উদ্যোগে সোমবার (৮/৬/২০২০) দুপুর ১২ টায় শহরে বিক্ষোভ মিছিল ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগ্রাম কমিটির আহবায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদিও, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার দপ্তর সম্পাদক কামাল পারভেজ মিঠু, সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, গাবতলী-পুলিশ লাইন শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার খোকন, সংগ্রাম কমিটির সদস্য সচিব মো: জলিল, আল মামুন, হাফিজুল ও সোহেল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, শোভন গ্রুপের ২ শতাধিক শ্রমিককে করোনা পরিস্থিতিতে ১ মাস সাধারণ ছুটির পর চাকরিতে যোগদান করতে দেয়া হয়নি। ছাঁটাইকৃত এরা সবাই সিনিয়র শ্রমিক, ২০/২৫ বছর কর্মরত শ্রমিকও এখানে আছে। মালিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে গেলে তারা বার বার সময় দিয়ে বাস্তবে সময়ক্ষেপন করছে। সর্বশেষ রোববার(৭/৬/২০২০) কথা বলতে গেলে গেটে লাঠি-সোটাসহ সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি দেখিয়ে শ্রমিকদের তাড়িয়ে দেয়। করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে এ শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। বাসাভাড়া-দোকানবাকী না দিতে পেরে অনেকে বাসার এলাকায় যেতে পারছে না। নেতৃবৃন্দ অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।