ইচ্ছামতো আদায় করা হচ্ছে ঢাকায় বাস ভাড়া
ওবায়দুল কবীর: করোনার কারণে ৬০ শতাংশ বাস ভাড়া বাড়লেও আদায় করা হচ্ছে ইচ্ছামত। কারণ বাসে দৃশ্যমান নয় ভাড়ার তালিকা। আবার মাঠে তদারকি করারও কেউ নেই। তবে বিআরটিএ-এর দাবি, কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। করোনার কারণে ৬৭ দিন বন্ধ থাকে গণপরিবহন। ৩০ মে বিআরটিএ ভবনে বাস মালিকদের সাথে বৈঠকে ৮০ শতাংশ বাস ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়। পরদিন ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি হয়। ভাড়া বাড়ালেও এখনও কোনো বাসে নতুন তালিকা টাঙানো হয়নি। এছাড়া স্বাস্থ্যবিধি মানার নামে চলছে যথেচ্ছাচার বিআরটিএ-এর দাবি, রাজধানীতে ৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। তারপরও ফাঁক থেকে যাচ্ছে বলে মানছেন কর্তৃপক্ষ। জুলাই মাসে আরো ৪ জন ম্যাজিস্ট্রেট যোগ হবে বিআরটিএতে। তখন কাজের গতি আরও বাড়বে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।