Logo
HEL [tta_listen_btn]

জাবি প্রকৌশল অফিসের ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম খাঁনের ইন্তেকাল, উপাচার্যের শোক

জাবি প্রকৌশল অফিসের ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম খাঁনের ইন্তেকাল, উপাচার্যের শোক

সংবাদ বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহ আলম খাঁন (৬২) মঙ্গলবার (৯/৬/২০২০) সকাল সাড়ে নয়টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে এবং আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী আড়াইহাজারে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মো. শাহ আলম খাঁন গত কয়েকদিন ধরে হালকা জ¦র ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার আবদুল্লাহপুর গ্রাম থেকে তাঁকে ঢাকায় অবস্থিত একটি হাসপাতালে আনার পথে তিনি স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। একইদিন বাদ আছর নামাজে জানাযা শেষে তাঁকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মো. শাহ আলম খাঁন বিশ্ববিদ্যালয়ে চাকরির পাশাপাশি সৃজনশীল কাজে যুক্ত ছিলেন। তিনি নরসিংদী থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকায় ছদ্মনামে সম-সাময়িক বিষয়ে নিয়মিত কলাম লিখতেন। পত্রিকাটি প্রকাশনায়ও তিনি যুক্ত ছিলেন। লেখক হিসেবে তিনি পাঠকের কাছে সমাদৃত ছিলেন এবং তাঁর কয়েকটি কলাম পাঠক সমাজে বেশ আলোড়ন তুলেছিল। শাহ আলম খাঁনের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় উপাচার্য বলেন, মো. শাহ আলম খাঁনের মৃত্যুতে বিশ^বিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com