গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাড়ীতে ঢুকে বিধবা এক নারীকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে হরেন চন্দ্র পাল (৪৫) নামের একজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামের মৃত মুকুল চন্দ্রের স্ত্রীকে একই গ্রামের মৃত যথিন্দ্র নাথ পালের ছেলে হরেন চন্দ্র পাল মুক্তি রানীর স্বামী মারা যাওয়ার পর থেকেই বিভিন্ন সময় উত্যক্ত করে আসছিলেন। ৭ জুন রবিবার রাত ৯টার দিকে মুক্তি রানী তার সন্তানকে শুয়ে রেখে বাথরুমে যায়, এই সুযোগে হরেন চন্দ্র অসৎ উদ্দেশ্যে মুক্তি রানীর ঘরে প্রবেশ করে, মুক্তি রানী বাথরুম থেকে এসে হরেন চন্দ্রকে দেখতে পায়। হরেন চন্দ্র মুক্তি রানীকে একা পেয়ে হাত ধরে টানাটানি করলে মুক্তিরানী চিৎকারে তার ভাসুর সহ আরো লোকজন এসে হরেন চন্দ্রকে আটক করে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হরেন চন্দ্রকে আটক করে তদন্ত কেন্দ্র নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন জানান, বাসায় প্রবেশ করে অপ্রীতিকর এ ঘটনায় মুক্তি রানীর অভিযোগে ভিত্তিতে হরেন চন্দ্রকে আটক করা হয়েছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।