বন্দর সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেনের বিরুদ্ধে অবৈধ ভাবে বিপুল পরিমান সরকারি কৃষি জমি দখলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৮ জুন (সোমবার) বন্দরের ২৫ নং ওয়ার্ডস্থ উত্তর লক্ষনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের
হন্তক্ষেপে কাউন্সিলরের দখল প্রক্রিয়ার কাজ ব্যস্তে যায়। এ ব্যাপারে বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন জানান,
নারায়ণরগঞ্জ সিটি কর্পোরেশন ২৫ নং ওয়ার্ডের বন্দরের উত্তর লক্ষনখোলা এলাকায় ৫ একর সরকারি খাস জমি রয়েছে। স্থানীয় কাউন্সিলর এনায়েত হোসেন গত কয়েক দিন যাবত বেড়া স্থাপন করে ভেকু দিয়ে মাটি কেটে সরকারি জমি দখলে নেওয়ার চেষ্টা করছিল। পরে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে সোমবার সরজমিনে ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে মাটি কাটা বন্ধ করে কাউন্সিলর ও তার লোকজনদের সরকারি খাস জমি দখল থেকে নিবৃত্ত করা হয়। তিনি আরো জানান, সরকারি খাস জমি ব্যবস্থাপনার এখতিয়ার একমাত্র জেলা প্রশাসকের। কিন্তু কাউন্সিলর এনায়েত হোসেন দাবি করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টেন্ডারের ভিত্তিতে তিনি এ জায়গা দখল করছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।