মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা: মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড তথা মিজ্জিরপাড়া এবং আধারঘোনা গ্রামের মধ্যস্থ, দরগাহ পাহাড় পাশ্ববর্তী কালভার্টটিতে উদ্বোধনের আগেই ফাটল ধরেছে।গত কয়েক বছর ধরেই দ্বীপ উপজেলা মহেশখালীতে চলছে সরকারের একাধিক মেগা প্রকল্পের কাজ। যার সুবাদে নতুনভাবে উন্নতমানের রুপ পাচ্ছে মহেশখালীর প্রধান সড়কে অবস্থানরত প্রতিটি কালভার্ট এবং সড়ক। এরই ধারাবাহিকতায় কালারমারছড়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড তথা মিজ্জির পাড়া এবং আধারঘোনা সংযোগস্থলের কালভার্টিও নতুনভাবে নির্মাণ করা হয়েছে। প্রায় মাসখানেক আগে নির্মাণের কাজ শেষ হলেও, দুপাশে মাটি ভরাটের কাজ বাকি থাকায় শুরু হয়নি গাড়ি চলাচল। এদিকে কালভার্টের উত্তর এবং দক্ষিণ পাশে বড় ধরনের তিনটি ফাটল দেখা দিয়েছে। ঝুকিপূর্ণ হয়ে পড়েছে কালভার্টটি। ব্যবহার শুরু হলে ধসে পড়তে পারে যেকোনো মুহূর্তেই। থেকে যাচ্ছে প্রাণহানির আশঙ্কা! এ নিয়ে এলাকার মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এলাকাবাসির দাবী, “কালভার্ট নির্মাণে অনিয়ম কারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং কালভার্টটি পুনরায় নতুনভাবে নির্মাণ করা হোক।” অন্যথায় মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচির কথাও জানান এলাকাবাসী। এই বিষয়ে তারা মাননীয় সাংসদ জনাব আশেক উল্লাহ রফিকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।