বন্দর সংবাদদাতা
বন্দর উপজেলার মদনগঞ্জ টু মদনপুর সড়কে যাত্রী ছাউনির অভাবে চরম অসুবিধার মধ্যে এক পর্যায়ে বাধ্য হয়ে যাতায়েত করতে হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুুষকে। এমন কথা জানিয়েছে গণপরিবহনের যাত্রী সাধারণরা। এ ব্যাপারে শ্রাবন বাস সার্ভিসের চালক রিপন গনমাধ্যমকে জানিয়েছে, বন্দরে মদনগঞ্জ টু মদনপুর সড়কে যাত্রী ছাউনি না থাকার কারণে বিভিন্ন অঞ্চল থেকে আগত গণপরিবহনের যাত্রীরা র্দীঘ দিন ধরে রোদে পুড়ছে এবং বৃষ্টিতে ভিজে আসছে । যাত্রী ছাউনি না থাকার কারণে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে সীমাহীন র্দূভোগ যেন গণপরিবহন যাত্রীদের এখন নিত্য সঙ্গী হিসেবে পরিনত হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, বন্দর উপজেলার মদনগঞ্জ, ফরাজিকান্দা, বন্দর, নবীগঞ্জ, ধামগড়, ফুলহর ও মদনপুর এলাকায় বেশ কয়েকটি বাসস্ট্যান্ড রয়েছে। এখানে বসুন্ধরা সিমেন্ট কোম্পানী, সামিট পাওয়ার প্লান্ট, সিমেক্স সিমেন্ট, আকিজ সিমেন্ট কোম্পানী, এসিআই কোম্পানী, বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত সোনাকান্দা ডকইয়ার্ড, মেরিন টেকনোলজি, স্কুল এন্ড কলেজ, ব্যাংক ও বীমাসহ অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এ সুবাদে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার জন সাধারণ বিভিন্ন গণপরিবহন করে বন্দরে সমাবেত হয়ে থাকে। কিন্তু উল্লেখিত এলাকায় বাসস্ট্যান্ডে যাত্রী ছাইনি না থাকায় ওই পথে যাত্রীরা বিভিন্ন দোকান পাটে ও বড় কোন গাছ
বৃক্ষের ছাঁয়া তলে বসে বিভিন্ন গনপরিবহনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা যাচ্ছে। যাত্রী ছাইনি ছাড়াও এখানে কোন গণশৌচাগার নেই। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী যাত্রীগণ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।