মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা: করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি প্রাইভেট হাসপাতাল গুলো জীবনের ঝুঁকি নিয়ে করোনা দুর্যোগে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের সাথে প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯জুন সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ। এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি, লোহাগাড়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক নিবাস দাশ সাগর, সাধারণ সম্পাদক ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রোমেল, লোহাগাড়া মা`মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম.এ কাসেম, লোহাগাড়া সিটি হাসপাতালের এমডি মুহাম্মদ সরওয়ার কোম্পানি, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ম্যানেজার শাহাব উদ্দিন। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ জানান, করোনা ভাইরাস প্রানঘাতি মহামারী রোগ আকারে ধারণ করেছে। করোনা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতা ও দুরদর্শিতার কারণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভাল অবস্হানে রয়েছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকে সার্বক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে সহযোগীতা করেছেন।পাশাপাশি লোহাগাড়ার বেসরকারি হাসপাতালগুলোর সহযোগীতা পেয়েছি। বেসরকারি হাসপাতাল এসোসিয়েশনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, করোনা শুরু থেকে লোহাগাড়ার মানুষকে আপনারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন সত্যিই প্রশংসনীয়। আগামীতেও বেসরকারি হাসপাতাল গুলো করোনা প্রতিরোধে পাশে থাকবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে লোহাগাড়ার বেসরকারি হাসপাতালগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন। সকলে সচেতন হলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। তাই আমরা সবাই সচেতন হবো।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।