সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে অসহায় মানুষের মাছে ত্রাণ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিএনপি
নেত্রী আয়শা আক্তার দিনার পক্ষে তার স্বামী সায়েম ও বিএনপি নেতা কামাল ভুঁইয়া। সোমবার(৮/৬/২০২০) দুপুরে নাসিক ৮নং ওয়ার্ড
ধনকুন্ডা এলাকায় শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি চাল ও ২ কেজি করে আলু বিতরণ করেন। এসময় বিএনপি নেতা কামাল ভুঁইয়া বলেন, করোনা ভাইরাস মানুষকে পথের ফকির করে দিচ্ছে। এই মহামারি রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। তিনি আরো বলেন,
নারী কাউন্সিলর আয়শা আক্তার দীনা যে ভাবে ত্রাণ বিতরন করছে, তা এ সমাজে উধাহরণ হয়ে থাকবে। কাউন্সিলর দীনার স্বামী সায়েম বলেন,
প্রধানমন্ত্রীর উপহার নাসিকের মাধ্যমে দীনা কাউন্সিলর বিতরণ করছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।