নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের। এরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সদর ও বন্দর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৭৭১ জন। এখন পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা ৯৩জন। সুস্থ হয়েছেন ৬০ জন। জেলায় মোট সুস্থতার সংখ্যা ১০৮০ জন। বুধবার (১০ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়। সূত্র জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ মোট আক্রান্তের সংখ্যা ৫০৭২ জন। সদর এলাকায় এর সংখ্যা ৩৬৯৪ জন। রূপগঞ্জ উপজেলায় ৪৩৭৪ জন। আড়াইহাজার ১৭০১, সোনারগাঁ ১৩১৭ ও বন্দরে ৭৯৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৮৭জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৬৯৫২ জনের
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।