বন্দর সংবাদদাতা
পূর্ব শত্রুতার জের ধরে বিকাশ ব্যবসায়ী মারুফ (২৪)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও বিকাশের কাজে
ব্যবহারকৃত একটি অপো মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত ৫ জুন বিকেল ৫টায় নারায়ণগঞ্জের বন্দর
উপজেলার আলীনগর মোড়ে এ সন্ত্রাসী হামলা ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলার ঘটনার র্দীঘ ৪ দিন অতিবাহিত হওয়ার পর আহত ব্যবসায়ী
মারুফ মিয়া বাদী হয়ে ১০ জুন (বুধবার) সকালে রমজান ও রতনসহ ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫(৬)২০ ধারা- ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৬/ ৩৭৯/ ৫০৬ দ:বি:। জানা গেছে, বন্দর থানার ফরাজিকান্দা এলাকার মো: আলী মিয়ার ছেলে মারুফ তার নিজ এলাকায় মানহা নামক বিকাশের দোকান নিয়ে র্দীঘ দিন ধরে ব্যবসা করে আসছে। এর ধারাবাহিকতায় গত ৫ জুন বিকেলে বিকাশ ব্যবসায়ী মারুফ মিয়া তার নিজ বাড়ি থেকে ব্যবসায়ীক টাকা নিয়ে অজ্ঞাত নামা প্রাইভেটকার যোগে দোকানে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে বন্দর থানার আলীনগর এলাকার মমরুদ্দিন মিয়ার ছেলে রামজান, আক্তার মোল্লা মিয়ার ছেলে রতন, নুরা মিয়ার ছেলে মামুন, মহিবুল্লাহ মিয়ার ছেলে স্বপন ও মিজান অজ্ঞাত প্রাইভেটকারটির গতিরোধ করে। পরে উল্লেখিত ব্যবসায়ীকে গাড়ী থেকে নামিয়ে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও বিকাশের কাজে ব্যবহারকৃত ০১৯৭৭৭৭৪৫২৭ নাম্বারে ১ লাখ ৩০ হাজার টাকার লোডসহ একটি অপো মোবাইল সেট ছিনিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী আহতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার থানায় মামলা দায়ের হলেও এর রির্পোট লেখা পর্যন্ত এ মামলায় কোন আসামীকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।