মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা: ঘটনাটি ঘটেছে ৯ই জুন রাত সাড়ে ১০টার সময় মাতারবাড়ী মিয়াজিরপাড়াস্থ ওয়াজ উদ্দিন রোড়ের ত্রি মোহনী রাস্তার উপর। এঘটনায় আহত মোঃসোহেল বাদী হয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সুত্রে জানাগেছে স্থানীয় মোঃ এরফান, মোঃ একরাম, শহীদুল্লাহ, মোঃ সিরাজসহ ১০/১২জনের একদল অবৈধ অস্ত্রধারী অর্তকীত হামলা চালিয়ে পূর্বপরিকল্পিত ভাবে সোহেলকে মারধর করে নগদ টাকা ও মোবাইলসহ মুল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়েছে। স্থানীয়রা আহত সোহেল কে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে আহত সোহেলের চিকিৎসার ব্যবস্থা করে সামান্য সুস্থতা বোধ করিলে থানায় এসে সোহেল বাদী হয়ে এজাহার দায়ের করেন। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনার বিষয়ে এজাহার পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।