নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভাধীন নাগেরচর এলাকায় অবস্থিত ভাই ভাই টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১০ জুন রাত সাড়ে ১২টার দিকে ওই আগুনে মিলের ৫ লক্ষাধিক টাকার কাপড় ও সূতা ভষ্মিভূত হয়েছে।টেক্সটাইল মিলের মালিক আড়াইহাজার পৌরসভার ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, রাতে মিলে কাজ শেষ করে বাড়িতে আসার পরে খবর পান যে, মিলের পিছন দিক থেকে আগুন দেখা যাচ্ছে। এ সংবাদ পাইয়া মিলে গিয়ে স্থানীয় ভাবে এবং আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। জাহাঙ্গীর হোসেন আরও জানান, মিলের পিছনে ২টি বোতল পাওয়া গেছে এবং দ্রত যেভাবে মিলে আগুন ছড়িয়ে পড়েছে তাতে সন্দেহ হয় শক্রতা বসত কেউ মিলে আগুন লাগাতে পারে। এতে তার ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। তবে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শাজাহান জানান, অগ্নিকান্ডের কারন বের করতে তদন্ত হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।