Logo
HEL [tta_listen_btn]

দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৮৭,মৃত্যু হয়েছে ৩৭, মোট ৭৮ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত, মোট এক হাজার ৪৯ জনের মৃত্যু হলো

দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৮৭,মৃত্যু হয়েছে ৩৭, মোট ৭৮ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত, মোট এক হাজার ৪৯ জনের মৃত্যু হলো

ঢাকা অফিস:  করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৪৯ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো তিন হাজার ১৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৭৮ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। বর্তমানে দেশে ৭৮ হাজার ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৫৫টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে।এদিকে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ১৯ হাজার ২৬৫ জনে।বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৭৪ লাখ ৭১ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে বর্তমানে ৩২ লাখ ৬৩ হাজার ৬৮ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯২৯ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৩৭ লাখ ৮৮ হাজার ৮৬৫ জন সুস্থ হয়ে উঠেছে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com