নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জে গত ২৪ঘন্টায় কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯৩। এছাড়াও, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ২৪ ঘন্টায় আরও ৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৩ হাজার ৮৩৮। বৃহস্পতিবার (১১ জুন) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।১০ জুন (বুধবার) সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৭৭১। মোট সুস্থ ১০৮০জন। মোট মৃত্যু ৯৩।বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (১০জুন সকাল ৮টা হতে ১১ জুন সকাল ৮টা পর্যন্ত) এ জেলায় নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৬৭জন, মোট আক্রান্ত ৩৮৩৮ জন। নতুন আরও ২৩২জনসহ, মোট সুস্থ ১৩১২ জন। মোট মৃত্যুর সংখ্যাটা ৯৩জনের।এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে, আড়াইহাজার উপজেলায় ২, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৪, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২০, সোনারগাঁও উপজেলায় ১২ জন। পুরো জেলায় ৯৩জন।নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৩৩৩, বন্দর উপজেলায় ১১৯, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৩৯৭, রূপগঞ্জ উপজেলায় ৬৪২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১০২০ ও সোনারগাঁও উপজেলায় ৩২৭ জন। পুরো জেলায় ৩৮৩৮ জন।এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ১০২, বন্দর উপজেলায় ২১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬০০, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৩৬৫ ও সোনারগাঁও উপজেলায় ৩২ জন। পুরো জেলায় ১৩১২ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।