নিজস্ব সংবাদদাতা : নতুন নিয়মাবলির তথ্যপ্রযুক্তির ভার্চ্যুয়াল কোর্ট। যা সকলের কাছে ছিল অজানা ও কষ্ট দায়ক একটি বিষয়। আজ তা ধীরে ধীরে সকলের কাছে অধিক সহজতর হয়ে উঠেছে। ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে জামিন শুনানি করতে এখন আর তেমন একটা সমস্যার সম্মুখীন হচ্ছে না আইনজীবীসহ সাধারণ মানুষেরা। ভার্চ্যুয়াল কোর্ট বিষয়টা এখন তাদের কাছে সহজ। তথ্যপ্রযুক্তির ভার্চ্যুয়াল কোর্টের শুনানি, জামিন, পরিচালনা, পর্যবেক্ষ ও সুবিধা-অসুবিধা নানা বিষয়ে কথোপকথনে এ প্রতিবেদককে এমনটাই বলেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন। বৃহস্পতিবার (১১ জুন) ভার্চ্যুয়াল কোর্টে ২০ মামলার শুনানি হয়েছে। এর মধ্যে ১১ মামলায় ১৩ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বেলা নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এ মামলা গুলোর শুনানি ও জামিন আবেদন কার্যকর করা হয়। এর আগে, বুধবার (১০ জুন) ২১ মামলার শুনানি হয়েছে। এর মধ্যে ১২ মামলায় ১৩ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী বলেন, ১১ জুন। ভার্চ্যুয়াল কোর্টে ২০ মামলার শুনানি হয়েছে। এর মধ্যে ১১টি মামলায় ১৩ জনের জামিন হয়েছে। এছাড়াও আরো বলেন, ভার্চ্যুয়াল কোর্ট বিষয়টা একেবারে নতুন। প্রথম দিকে কেউ ঠিক মতো বুজতো না। ধীরে ধীরে বিষয়টা সকলের কাছে অনেকটা সহজতর হয়ে উঠেছে। এখন মাঝে মাঝে কারো কোনা সমস্যা হলে তাদের দেখি ও বুজিয়ে দিচ্ছি। আমি মনেকরি, এভাবে যদি আরও দেড় থেকে দুই মাসের মতো চলতে থাকে। তাহলে সকলে ভার্চ্যুয়াল কোর্ট সর্ম্পকে সম্পূর্ণ অবগত হয়ে যাবে আইনজীবীরা
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।