নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে
যাচ্ছে অথচ সরকারের সে দিকে কোন খেয়াল নেই। প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। সরকার করোনা টেষ্টের সংখ্যা বাড়াচ্ছে না। আরো বেশী পরিমাণে টেষ্ট বাড়ানো গেলে করোনার প্রকৃত চিত্র উঠে আসতো, আর এতে করে করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতার কাহিনী জনগণের সামনে প্রকাশ হয়ে যেতো। তাই সরকার টেষ্টের পরিমাণ বাড়াচ্ছে না। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১২ জুন) বিকেলে নাসিক ৮নং ওয়ার্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাখাওয়াত আরো বলেন, বর্তমান সরকার করোনা ভাইরাসকে মোকাবেলায় পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। চীনে যখন করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পরেছে তখনই পৃথিবীর অনেক দেশ প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছিলো। সে সময় যেসব দেশ পূর্ব প্রস্তুতি নিয়েছিলো তাদের আক্রান্তের পরিমাণ খুবই কম। কিন্তু আমাদের দেশের সরকার তখন ব্যস্ত ছিলো তাদের বিভিন্ন অনুষ্ঠান বাস্তবায়নের কাজে। তাছাড়া সরকারের স্বাস্থ্য ব্যবস্থা এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষনা দিয়ে যুদ্ধ ক্ষেত্রে ঝাপিয়ে পরেছিলেন জিয়াউর রহমান এবং নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ছিনিয়ে এনেছিলেন লাল সবুজ পতাকার স্বাধীনতা। স্বাধীনতার পরে যখন দেশে আবারো এক দলীয় বাকশালী দু:শাসন কায়েম করে দেশের মানুষের অধিকার হরণ করা হয়েছিলো, তখন দেশের সিপাহী জনতাকে সাথে নিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান এবং গঠন করেছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু ১৯৮১ সালের ৩০ মে একটি কুচক্রি মহল চট্রগ্রাম সর্কিট হাউজে নির্মমভাবে হত্যা করেছিলো স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। আমরা শহীদ জিয়ার সৈনিকেরা তার আদর্শ বাস্তবায়নে এখনো
সংগ্রাম করে যাচ্ছি। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম মুসার সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত আয়োজনে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ- সভাপতি মনির হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের আহবায়কয়ক মীর আলমগীর হোসেন, সদস্য সচিব ইকবাল হোসেন, মহানগর যুবদলের কার্যকরী সদস্য সম্রাট হোসেন সুজন, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়কয়ক অপু রহমান, হযরত আলী, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আহবায়ক তাইজুল ইসলাম ও বন্দর থানা তাঁতীদলের যুগ্ম আহবায়ক হানিফ খান প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।