বন্দর সংবাদদাতা
মা শীতলা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে শ্রী শ্রী দূর্গা মন্দিরের উদ্যোগে করোনা ভাইরাস প্রাদূর্ভাব রোধে বিশেষ প্রার্থনা ও আর্শিবাদের আয়োজন করে। শনিবার (১৩ জুন) বিকেল ৩ টায় বন্দর বাজার এলাকাস্থ শ্রী শ্রী দূর্গা মন্দির প্রাঙ্গণে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বন্দর বাজার শ্রী শ্রী দূর্গা মন্দির কমিটির যুগ্ম সম্পাদক উজ্জল চন্দ্র দে এর তত্বাবধানে সামাজিক দুরত্ব বজায় রেখে বিশেষ প্রার্থনা ও আর্শিবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সহ-সভাপতি কালাচান বর্মন, সাধারণ সম্পাদক দুলাল কর্মকার, সাংগঠনিক সম্পাদক দিলিপ পাল, সমাজ সেবক রিনা বর্মন ও রিপন সাহা প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।