নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জে করোনায় গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৯৬। এছাড়াও, জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ২৪ ঘন্টায় আরও ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৪ হাজার ৭৪জনে। রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। রোববার (১৪ জুন) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (১৩ জুন সকাল ৮টা হতে ১৪ জুন সকাল ৮টা পর্যন্ত) এ জেলায় নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৭০ জন, মোট আক্রান্ত ৪০৭৪ জন। এক দিনে ৩১৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ হলো ১৮৭৫৩। নতুন সুস্থ হয়েছেন ২১০ জন, মোট করোনা রোগী সুস্থের সংখ্যা ১৫৩৮।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।