নিজস্ব সংবাদদাতা : রোববার (১৪জুন) নারায়ণগঞ্জ ভার্চ্যুয়াল কোটে ৩১ মামলার শুনানি হয়েছে। এর মধ্যে ১৫ মামলায় ১৫ জনের জামিন মঞ্জুর
করেছে আদালত। রোববার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এ তথ্য নিশ্চিত করেন। নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, ১৪ জুন ৩১টি মামলার শুনানি হয়েছে। এর মধ্যে ১৫টি মামলায় ১৫ জনের জামিন হয়েছে। উল্লেখ্য, আদালতের জনসমাগম এড়াতে প্রতিদিনই ভার্চ্যুয়াল কোর্টে হচ্ছে জামিন শুনানি। প্রতিদিনই সংখ্যায় বাড়ছে জামিন শুনানি ও
জামিন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।