নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের আলামিন নগর এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধা নারীর (৮০) মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় কিছু জানা যায়নি। নারায়ণগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, এলাকাবাসীর খবর পেয়ে শীতলক্ষ্যা নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এটি হত্যা না অন্য কিছু এখনি বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হচ্ছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।