নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম
আহবায়ক বিএনপি নেত্রী আয়শা আক্তার দিনার কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এসময় কাউন্সিলর দিনা কার্যালয়ে উপস্থিত ছিলেন। সোমবার
(১৫ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের তাঁতখানা এলাকায় অবস্থিত তার কার্যালয়ে এ হামলা করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর দিনা। কাউন্সিলর দিনার স্বামী সায়েম প্রধান বলেন, রাত ১১টার দিকে তাঁতখানা বৌ-বাজার এলাকায় দিনার কার্যালয়ে হামলা করা হয়। এঘটনায় রাতেই থানায় অভিযোগ দায়ের করেছি। হামলার বিষয়টি স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে মোবাইলে জানানো হয়েছে বলে দিনা জানান। দিনা বলেন, আমার কার্যালয়ে ছাত্রলীগের নামধারী কয়েকজন ছেলে হামলা করে আমাকেসহ আমার স্বামী ও ভাইকে মারধর করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, কাউন্সিলর দিনার উপর হামলার ঘটনায় রাত ২টার দিকে একটি অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।