গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধার পলাশবাড়ীতে ১০৮ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। ১৫ জুন সোমবার সন্ধ্যা ৬ টার দিকে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেনের নেতৃত্বে এস আই রফিকুল ইসলাম, এএসআই রবিউল ইসলাম ও এএসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ তালুকজামিরা এলাকায় অভিযান চালিয়ে গাইবান্ধা সদর থানার পশ্চিম পিয়ারাপুর গ্রামের মৃত হাসেন আলী ছেলে একরামুল ইসলাম (২৬), একই গ্রামের মৃত আঃ জোব্বারের ছেলে রানা মিয়া (২৫) ও পলাশবাড়ীর উপজেলার খামারজামিরা গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী পলি বেগমকে পলি বেগমের বাড়ী হতে ১০৮ পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সহ গ্রেফতার করেন। এ সময় মাদক বিক্রির ৭ হাজার টাকা ও ১টি ডাউন নীল কালো রঙের মোটর সাইকেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন এ প্রতিনিধিকে জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরও জানান, এই করোনাকালীন সময়ে যেখানে পুলিশ সামাজিক দূরত্ব নিশ্চিত করণে কাজ করে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে কিছু মাদক ব্যবসায়ী সবার অগোচরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। অপরাধী তার অপরাধ বেশী দিন ঢেকে রাখতে পারে না। প্রতিনিয়তই এ অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।