মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে উপেক্ষা করে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে স্থানীয় শ্রমিক-কর্মচারী ছাটাইয়ের খবরে বেশ উত্তেজনা বিরাজ করছে পুরো মাতারবাড়ী ধলঘাটায়। ইতোমধ্যে মাতারবাড়ীতে অমানবিক, অযৌক্তিক এই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এই প্রতিবাদে সরব হয়েছেন ধলঘাটার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওসমান গণি’র ছোট ভাই ধলঘাটা ইউনিয়নের আগামী দিনের কান্ডারী বিশিষ্ট ব্যাবসায়ী ফারুক আজম। বাস্তবায়নকারী কর্তৃপক্ষের এমন হেয়ালি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে ধলঘাটা- মাতারবাড়ির শ্রমিকরাই একমাত্র দাবিদার কয়লাবিদ্যুৎ প্রকল্পে সকল প্রকার চাকরির। ধলঘাটা-মাতারবাড়িতে যথেষ্ট শিক্ষিত,যোগ্যতা সম্পন্ন চাকরি প্রত্যাশী রয়েছে পাশাপাশি প্রচুর শ্রমিকরা বেকার হয়ে আছে। তাদের চাকরি নিশ্চিত না করে উল্টো চাকরিচ্যুত করার খবর পাওয়া যাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকল শ্রমিকদের চাকরি নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। ধলঘাটা-মাতারবাড়ির শ্রমিক ছাড়া বাইরের শ্রমিকদেরকে ছাটায় করে ধলঘাটা-মাতারবাড়ির শ্রমিকদের চাকরি নিশ্চিত করা হোক। স্থানীয়রা যাতে চাকরিচ্যুত না হয় সেই বিষয়ে তিনি জোর দাবি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।