Logo
HEL [tta_listen_btn]

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে স্থানীয় শ্রমিকদের ছাটায় করার প্রতিবাদে মানববন্ধন

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে স্থানীয় শ্রমিকদের ছাটায় করার প্রতিবাদে মানববন্ধন

 

মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা

 মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে উপেক্ষা করে মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে স্থানীয় শ্রমিক-কর্মচারী ছাটাইয়ের খবরে বেশ উত্তেজনা বিরাজ করছে পুরো মাতারবাড়ী ধলঘাটায়। ইতোমধ্যে মাতারবাড়ীতে অমানবিক, অযৌক্তিক এই সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এই প্রতিবাদে সরব হয়েছেন ধলঘাটার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওসমান গণি’র ছোট ভাই ধলঘাটা ইউনিয়নের আগামী দিনের কান্ডারী বিশিষ্ট ব্যাবসায়ী ফারুক আজম। বাস্তবায়নকারী কর্তৃপক্ষের এমন হেয়ালি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে ধলঘাটা- মাতারবাড়ির শ্রমিকরাই একমাত্র দাবিদার কয়লাবিদ্যুৎ প্রকল্পে সকল প্রকার চাকরির। ধলঘাটা-মাতারবাড়িতে যথেষ্ট শিক্ষিত,যোগ্যতা সম্পন্ন চাকরি প্রত্যাশী রয়েছে পাশাপাশি প্রচুর শ্রমিকরা বেকার হয়ে আছে। তাদের চাকরি নিশ্চিত না করে উল্টো চাকরিচ্যুত করার খবর পাওয়া যাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সকল শ্রমিকদের চাকরি নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। ধলঘাটা-মাতারবাড়ির শ্রমিক ছাড়া বাইরের শ্রমিকদেরকে ছাটায় করে ধলঘাটা-মাতারবাড়ির শ্রমিকদের চাকরি নিশ্চিত করা হোক। স্থানীয়রা যাতে চাকরিচ্যুত না হয় সেই বিষয়ে তিনি জোর দাবি জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com