Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে আরও ১১৮ জনের করোনা শনাক্ত, এপর্যন্ত মৃত্যু ১০০

নারায়ণগঞ্জে আরও ১১৮ জনের করোনা শনাক্ত, এপর্যন্ত মৃত্যু ১০০

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১১৮ জনের নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে
১১৮জনই শনাক্ত হওয়ায় জেলার করোনা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় পৌঁচেছে। নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ ঘন্টায় (১৮ জুন সকাল ৮টা হতে ১৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ জেলায় ৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৪৯৮ জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ১১৮ জন, এপর্যন্ত মোট আক্রান্ত ৪৪৯০ জন। মোট সুস্থ ১৯৮৬ জন। বৃহস্পতিবার (১৮ জুন) একজনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ১০০। নতুন তথ্যানুসারে এলাকাভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো আড়াইহাজার উপজেলায় ৪৩৮, বন্দর উপজেলায় ১৪১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৫৫২, রূপগঞ্জ উপজেলায় ৮৪৯, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৩০ ও সোনারগাঁ উপজেলায় ৩৮০ জন। পুরো জেলায় ৪৪৯০ জন। এলাকাভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে আড়াইহাজার উপজেলায় ৩, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৫৮, রূপগঞ্জ উপজেলায় ২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২১ ও সোনারগাঁ উপজেলায় ১৩ জন। পুরো জেলায় ১০০জন। এলাকাভিত্তিক সুস্থের সংখ্যা হলো আড়াইহাজার উপজেলায় ১৯০, বন্দর উপজেলায় ৩০, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯৩২, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৭১ ও সোনারগাঁ উপজেলায় ১৭১ জন। পুরো জেলায় ১৯৮৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com