বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও স্থানীয় বিএনপি নেতা বুলবুল আহাম্মেদ (৪৩) আর নেই। (ইন্নালিল্লাহী…………… রাজিউন)। শুক্রবার (১৯ জুন) সকাল ৭ টায় কলাগাছিয়া ইউনিয়নের ঘামোড়াস্থ তার নিজ বাসভবনে স্টোকে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন। মরহুমের নামাজের জানাজা বাদ জুম্মা ঘারমোড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজের জানাজায় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করে। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি নেতা বুলবুল আহাম্মেদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন, বন্দর প্রেসক্লাবের সদস্য ও ঘারমোড়া সবুজ বাংলা যুব সংঘের প্রধান উপদেষ্টা জিএম সুমন প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।