মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা
মহেশখালী উপজেলার ইউনুছখালী বাজারের পশ্চিম পাশে পানি নিষ্কাশনের জায়গা না থাকায় প্রায় শতাধিক। বসতবাড়ী পানির নিচে তলিয়ে গেছে , এতে দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ ।সরজমিনে গিয়ে দেখা যায় , ইউনুছখালী বাজারের পশ্চিমে দ্বীর্ঘ দিনের পানি চলাচলের রাস্তা স্থানীয় আবুল কালাম,ছৈয়দ আহমদ,নুর আহমদ, মৌলানা আলী,কালা বদা সহ আরো কয়েকজন কিছু অংশ দখল করায় ছোট হয়ে আসে। এতে পর্যাপ্ত পরিমাণ পানি চলাচল করতে না পারায় চলাচলের রাস্তা ও মানুষের বসত ভিটার উপর দিয়ে পাহাড়ি ঢল নামতেছে। স্থানীয় এলাকাবাসী জানায়, পানি চলাচলের রাস্তায় ভাউন্ডারী ওয়াল নির্মাণ করায় এ দূর্ভোগ সৃষ্টি হয়েছে। এদিকে পানি চলাচলের জায়গা না থাকায় সড়কের উপর দিয়ে চলছে পানি । অপর দিকে সড়কের উত্তর পাশে হিন্দু পাড়া সহ শতাধিক পরিবার বর্তমানে পানি বন্দি হয়ে পড়েছে । এবিষয়ে আবুল কালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি দুই হাত জায়গা পানি চলাচলের জন্য ছেড়ে দিয়েছি। বাকিরাও যদি দু হাত করে পানি চলাচলের জন্য রাস্তা ছেড়ে দে তাহলে কোন সমস্যা হবে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় ভুক্তভোগীরা । তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।