নিজস্ব সংবাদদাতা:
দেশব্যাপী সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে স্বাস্থ্য খাতে বাজেটের ২০% বরাদ্দ, খানপুর হাসপাতালে দ্রুত আইসিইউ চালুসহ কীটের সংকট দূর করে করোনা পরীক্ষা বাড়ানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে রোববার (২১ জুন) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মোতাবেক দূরত্ব রক্ষা করে বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় অভিমুখে যাত্রা করে। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলে মূল গেইট লাগিয়ে পুলিশ মিছিলে বাঁধা দেয়। বাঁধা পেয়ে বাম জোট নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বাসদ জেলার নির্বাহী ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, বিমল কান্তি দাস ও রাশিদা আক্তার প্রমুখ। পুলিশী বাঁধার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, দেশ যে একটা পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে, এই করোনাকালেও তার প্রমাণ মেলে। বর্তমান করোনা মহামারিতে স্বাস্থ্যব্যবস্থার দৈন্যদশা ফুটে উঠেছে। স্বাস্থ্য খাতে মোট বাজেটের ২০% বরাদ্দের দাবি জানালেও সরকার বরাদ্দ করেছে মাত্র ৫.১%। করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ থাকলেও মূল বাজেটের স্বল্প টাকা দিয়ে স্বাস্থ্য খাতে আমূল সংস্কার করা সম্ভব না। অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সরকার চায় না। সরকার পুরো স্বাস্থ্যব্যবস্থাই মুনাফাখোরদের হাতে ছেড়ে দিয়েছে। স্বাস্থ্যখাতের দুর্নীতি প্রায় প্রতিদিনই পত্রিকায় ছাপা হচ্ছে। অব্যবস্থাপনা, লুটপাট, দুর্নীতি এর রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এতেও সরকারের টনক নড়ছে না। প্রধানমন্ত্রীর নির্দেশ দেয়ার পরও নারায়ণগঞ্জে খানপুর হাসপাতালে এখনও আইসিইউ চালু করেনি। কীটের অভাবে করোনা পরীক্ষা বন্ধ। এক্ষেত্রে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তোড়জোড় নেই। নেতৃবৃন্দ নারায়ণগঞ্জবাসীকে বাঁচাতে দ্রুত আইসিইউ চালু ও কীটের সংকট নিরসন করে দ্রুত টেস্ট বৃদ্ধি করার দাবি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।