বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে ৪শ’ ৫ পিছ ইয়াবাসহ মহিউদ্দিন (৩৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। শুক্রবার (১৯ জুন) দিবাগতরাত ১টায় বন্দর থানাধীন যোগীপাড়া এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশের উপ পরিদর্শক আবুল কাশেম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৬(৬)২০। আটকৃত ইয়াবা ব্যবসায়ী মহিউদ্দিন একই এলাকার মৃত মোবারক হোসেন মিয়ার ছেলে। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) দিবাগতরাত ১টায় কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবুল কাশেমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার যোগীপাড়াস্থ মহিউদ্দিন মিয়ার গাড়ী পার্কিং এর মাঠে অভিযান চালায়। ওই সময় মাদক ব্যবসায়ী মহিউদ্দিন মিয়া পুলিশের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে ইয়াবা বিক্রির সময় মাদক কারবারি মহিউদ্দিনকে হাতে নাতে আটক করে। পরে পুলিশ আটককৃত মহিউদ্দিনের দেহ তল্লাশী করে ৪শ’ ৫ পিছ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা রুজু করার পর মামলার তদন্তকারি কর্মকর্তা আটককৃতকে গতকার শনিবার সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।