বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে ধলেশ্বরী নদীতে বেপরোয়া গতীতে ব্লাকহেড হেড চালিয়ে যাওয়ার সময় বালুভর্তি এমভি নাজিম উদ্দিন নামে একটি
ব্লাকহেড জব্দসহ ২ জনকে আটক করেছে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ। রোববার (২১ জুন) রাতে বন্দর থানাধীন শীতলক্ষা ও ধলেশ্বরী নদীর
মহনা অভিযান চালিয়ে উল্লেখিত বাল্কহেড জব্দসহ এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী এএসআই রিয়াজুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মামলা রুজু করেন। যার মামলা নং- ১৮(৬)২০। ধারা- ২৮০ পেনাল কোড ১৮৬০। আটককৃতরা হলো, লক্ষিপুর জেলার রামগতি থানার চর পোড়াগাছা এলাকার মৃত আরব আরী মিয়ার ছেলে সুকানি মোস্তাফিজ (২৮) ও একই জেলার একই থানার চর কলাকোপা এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে রাজিব (২১)। পুলিশ আটককৃতদের সোমবার (২২ জুন) সকালে উক্ত মামলায় আদালতে প্রেরণ করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।