১৯৪৯ সালের ২৩শে জুন বিকালে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ।বঙ্গবন্ধু শেখমজিবুর রহমানের হাতে গড়া দলটি আজ ৭০ বছর পেরিয়ে ৭১ বছরে পদার্পন করল । নারায়ণগঞ্জ আড়াইহাজারে আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।২৩ জুন সকালে আড়াইহাজারের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু দলীয় নেতা-কর্মী সহ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করেন।পরববর্তীতে সকল নেত-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে দল, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতার জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার,আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা প্যানেল চেয়ারম্যন সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,আড়াইহাজার আওয়ামীলীগ পৌরসভার সভাপতি মেহের মোল্লা, কালাপাহাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলা স্বপন, বিশনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, দুপ্তারা ইউপি চেয়ারম্যান সাহিদা মোশাররফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজিবুল ইসলাম জুয়েল ,আড়াইহাজার উপজেলা যুবলীগ সভাপতি আহম্মেদুল কবীর উজ্জ্বল, সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি মো: শহিদুল্লাহ সহ আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।