Logo
HEL [tta_listen_btn]

কক্সবাজার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

কক্সবাজার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা :

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজারকে রেড জোন হিসেবে চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে দেশের আরও তিনটি জেলাকেও রেড জোন চিহিৃত করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কক্সবাজার ছাড়া বাকি তিন জেলা হল- মাগুরা, খুলনা ও হবিগঞ্জ। বুধবার (২৪ জুন) থেকে ১১ জুলাই পর্যন্ত এসব জেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (২৩ জুন) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনটি জারি করেন। কক্সবাজারে সাধারণ ছুটি ঘোষণা করা এলাকাগুলো হল- কক্সবাজার পৌরসভা, টেকনাফ পৌরসভা, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড, একই উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাড়ি বাজার এবং পালংখালী ইউনিয়নের বালুখালী ও থাইংখালী বাজার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিসেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভুত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com