Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে বিট পুলিশিং  কার্যক্রমের উদ্বোধন

আড়াইহাজারে বিট পুলিশিং  কার্যক্রমের উদ্বোধন

আড়াইহাজার সংবাদদাতা :

আড়াইহাজারে রোববার বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্যাহ আমান, বীর মুক্তিযোদ্ধা সফর আলী মিয়া, আড়াইহাজার থানা এসআই আসাদুর রহমান ও মঞ্জুর প্রমুখ। উপজেলার ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে পুলিশের সম্মনয়ে পর্যাক্রমে এই সেবা কার্যক্রম চালু করা হবে। বিট পুলিশিং-এর কাজ হলো এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো। প্রান্তিক জনগোষ্ঠির কাছে আইনী সেবা পৌঁছে দেয়া। যে কোনো অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের সহযোগিতায় একজন গ্রাম্যপুলিশ, একজন আনসার, ওয়ার্ডের সাধারণ সদস্য, নারী সদস্য, দুইজন এসআই ও একজন কনেস্টবল তাদের কার্যক্রম চালাবেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, আইজিপি স্যারের নির্দেশক্রমে উপজেলার ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হচ্ছে। এরই মধ্যে স্থানীয় মাহমুদপুর বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন সহ প্রান্তিক জনগোষ্ঠির দৌঁড়গড়ায় আইনী সেবা পৌঁছে দেয়াই হচ্ছে বিট পুলিশিংয়ের মূল কাজ। এর দায়িত্ব প্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মনয়ে বিটের কার্যক্রম চালানো হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com