Logo
HEL [tta_listen_btn]

র‌্যাব-১১ ও বন্দর ফাঁড়ি পুলিশের পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ গ্রেপ্তার-২

র‌্যাব-১১ ও বন্দর ফাঁড়ি পুলিশের পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ গ্রেপ্তার-২

বন্দর সংবাদদাতা:
র‌্যাব-১১ সিপিসি আদমজীনগর ও বন্দর ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে বেলজিয়ামের তৈরি ২২ ক্যান বিয়ার ও ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে রোববার (২৮ জুন) সকালে যথা নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর পূর্বে গত শনিবার (২৭ জুন) রাতে বন্দর থানার মদনপুর চাঁনপুর ও বন্দর উইলসন রোড এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১১ সিপিসি আদমজীনগর উপ-পরিদর্শক আমিনুল ইসলাম ও বন্দর ফাঁড়ি এএসআই সাখাওয়াত হোসেন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেন। যার মামলা নং- ২৬(৬)২০ ও ২৪(৬)২০। জানা গেছে, র‌্যাব-১১ সিপিসি আদমজীনগরের উপ-পরিদর্শক আমিনুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুরস্থ নির্মানাধীন হাজী আব্দুল হক সুপার মার্কেট সামনে অভিযান চালায়। অভিযানকালে র‌্যাব-১১ স্কুল ব্যাগে তল্লাশী চালিয়ে বেলজিয়ামের তৈরি ২২ ক্যান বিয়ারসহ আড়াইহাজার থানার নোয়াপাড়া কান্দাপাড়া এলাকার আনোয়ার হোসেন মিয়ার মাদক ব্যবসায়ী ছেলে ছেলে জাহিদ হাসান (১৮)কে গ্রেপ্তার করে। একই রাতে বন্দর ফাঁড়ি এএসআই সাখাওয়াত হোসেনসহ সঙ্গীয় র্ফোস বন্দর উইলসন রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর আমিন আবাসিক এলাকার হুমায়ন মিয়ার বাড়ি ভাড়াটিয়া আলী আকবর মিয়ার ছেলে নূর আলম (৩৫)কে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com