Logo

বন্দরে চোরাই পিকআপ গাড়ী বিক্রির সময় গাড়ীচোর আটক, পলাতক ৪

বন্দরে চোরাই পিকআপ গাড়ী বিক্রির সময় গাড়ীচোর আটক, পলাতক ৪

বন্দর সংবাদদাতা:
রেজিস্ট্রেশন নাম্বার বিহীন চোরাই পিকআপ গাড়ী বিক্রির সময় ধামগড় ফাঁড়ী পুলিশ অভিযান চালিয়ে পইট্ট্রা আরিফ (২৩) নামে এক গাড়ী চোরদলের সদস্যকে হাতেনাতে আটক করলে ওই সময় কৌশলে পালিয়ে গেছে গাড়ী চোর দলের আরো ৪ সদস্য। পুলিশ আটকৃত গাড়ী চোর আরিফকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার (৩০ জুন) সকালে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর পূর্বে গত সোমবার (২৯ জুন) বেলা পৌনে ১১টায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন রামনগর বড় জামে মসজিদের সামনে থেকে চোরাইকৃত গাড়ীসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী পুলিশ বাদী হয়ে চোরাই গাড়ী বেঁচা কেনা ও দখলে রাখার অপরাধে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-  ২৯(৬)২০ ধারা- ৪১৩/৪১৪ পেনাল কোড ১৮৬০। আটকৃত গাড়ী চোর আরিফ হোসেন ওরফে পইট্রা বন্দর উপজেলার গকুলদাসের বাগ এলাকার
আবু তাহের মিয়ার ছেলে বলে জানা গেছে। পলাতক চোররা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে খোকন ওরফো চোক্কা (৩৭) একই উপজেলার কুড়িপাড়া এলাকার গোলজার আলী মিয়ার ছেলে তুষার (২৯) হরিপুর বঙ্গশাসন এলাকার কাউছার ওরফে সাগর (২৫) রামনগর এলাকার ফারুক হোসেন মিয়ার ছেলে রুবেল (৩০)। থানা সুত্রে জানা গেছে, গত ২৯ জুন সোমবার সকাল ১০টায় ধামগড় ফাঁড়ী এএসআই এজাজুল হকসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার রামনগর বড় জামে মসজিদের সামনে অভিযান চালায়। ওই সময় চোরেরদল রেজিস্ট্রেশন নাম্বার বিহীন একটি নিল রংএর চোরাই পিকআপ গাড়ী বিক্রি করার সময় আরিফ হোসেন ওরফে পইট্টাকে চোরাই গাড়ীসহ আটক করা হয়। ওই সময় পুরিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় চোক্কা খোকন, তুষার, কাউছার ও রুবেল। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা ও ধামগড় ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্টর আজিজুল হক গনমাধ্যমকে জানান, পলাতক আসামীদের
গ্রেপ্তারের জন্য আটকৃত গাড়ীচোর পইট্টা আরিফকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি পলাতক আসামীদের গ্রেপ্তার জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। আটকৃতকে ৩০ জুন মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com